প্রসাদ সিং এর কবিতা


ক্লান্ত মানুষ বোঝেনা শোক 

মুহূর্তদের মৃত্যুর কোনো জীবন্ত দলিল নেই 
কারও পক্ষে অপরের জায়গায় দাঁড়ানো অসম্ভব 
সবার একটা করে আলাদা স্বতন্ত্র জীবন আছে 

যেখানেই পা ফেলে সেটাই তার মাটি
যারা আত্মহত্যা করতে পারেনা শক্তিশালী তারাই 
না পাওয়ার থেকে যতটা পেয়েছো ততটাই থাক
 
সবার কাছে থাকেনা কোনোদিন সবই
দুই মুষ্ঠী খুলে হাওয়াতে মেলে দাও দুই বাহু
হিসেব করে দেখো পড়ে থাকলো কতটা শোক 

কবি প্রসাদ সিং 
মারাইখুন্তি, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ













0 Comments