চন্দন বিশ্বাসের কবিতা


নাকি যেতে হয় নক্ষত্র পতনের সন্ধিক্ষণে…

বি নাসের হোসেন চলে গেলেন 
কোথায় গেলেন? 
অনেক দূরে কোথাও?
কত দূরে?
মাটির নিচে, নাকি আরো গভীরে কোথাও?
মাটির কাছাকাছিই তো  ছিলেন , তাহলে?

কেন গেলেন ? 
এইভাবে যাওয়াটা কি অনিবার্য ছিল ? 
এভাবেই কি সবাই চলে যায়?

কেন যায়?
নাকি যেতে হয় নক্ষত্র পতনের সন্ধিক্ষণে
একবার এসে পড়লে এখানে 
জৈবিক কোন দুর্ঘটনায় আদম আর ইভের

ভিসার মেয়াদটা  ঠিক করে দ‍্যায় কোন অফিসার
কোন ধারা মেনে?

কবি চন্দন বিশ্বাস
সন্তোষপল্লী, অশ্বিনী নগর, কোলকাতা



0 Comments