
ক্ষত
অভিমানী বুকে জমা কান্নার বাস্প বর্ণহীন,
উপেক্ষার চোখ ছোঁয়না সেই অর্থবহ স্বচ্ছতা,
শিকড় গজানো প্রেম যখন অভ্যাসের নামান্তর
অভিমানী অক্ষর তখন নিষিদ্ধ পাণ্ডুলিপির স্মৃতিকথা।
অবশিষ্ট
মধ্যরাতের বৃষ্টি যখন ধুয়ে দেয় অতীতের ক্লেদ,
বিষণ্ন নিয়ন আলো এঁকে চলে বিরহের রাত,
কষ্টার্জিত সাধনায় গড়ে তোলা প্রাকার পেরিয়ে
শব্দহীন প্রত্যয়ে আমি আজও জড়াই তোমার হাত।
উপেক্ষার চোখ ছোঁয়না সেই অর্থবহ স্বচ্ছতা,
শিকড় গজানো প্রেম যখন অভ্যাসের নামান্তর
অভিমানী অক্ষর তখন নিষিদ্ধ পাণ্ডুলিপির স্মৃতিকথা।
অবশিষ্ট
মধ্যরাতের বৃষ্টি যখন ধুয়ে দেয় অতীতের ক্লেদ,
বিষণ্ন নিয়ন আলো এঁকে চলে বিরহের রাত,
কষ্টার্জিত সাধনায় গড়ে তোলা প্রাকার পেরিয়ে
শব্দহীন প্রত্যয়ে আমি আজও জড়াই তোমার হাত।
কবি সুদেষ্ণা দত্ত
তারাবাগ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ
0 Comments