
প্রেতশিলা
সন্ধ্যা লাফিয়ে নামছে অত্যুৎসাহী বানরের মতো
কোথাও ভীষণ চেনা গান বাজছে
রেডিওর সাথে গলা মেলাতেন মা
বিবিধভারতী আর তিনখানা বেতার নাটক
এই ছিল মা'র সখ...
রেডিও খারাপ হলে চেঁচামেচি,সবশেষে
নিঃশব্দ কান্নায় সবকিছু বেসামাল।
বাবা ছুটতেন সেই তিনুদার বেতার ভবনে
মাঝেমধ্যে এরকমও,তিনদিন ব্যাটারিবিহীন
মারফি রেডিও স্তব্ধ
মনে পড়ে শুক্রবার রাত
বোরোলীন ও স্যালিকল বিজ্ঞাপিত হয়ে
অবশেষে ছমছমে গলায় আজকের নাটক প্রেতশিলা...
আবহসংগীতে গাঢ় হতো অন্ধকার
মা চলে গেছেন বহুদিন,তাও দু বছর হলো
আত্মহননের পথে খুঁজেছেন নিষ্কৃতি
কর্কট রোগের অসহ্য যন্ত্রণা থেকে
ঠাণ্ডা লাগছে,জায়গাটা নির্জন বেশ
পান্ডাটির ডাকে আমার সম্বিত ফিরলো
শুনলাম, "এদিকে আসুন,এইদিকে
এই সেই প্রেতশিলা"
0 Comments