বর্ণজিৎ বর্মনের কবিতা


কষ্টের সাথে হাঁটি 

নেক দিন পরে নিবারণ 
গাঁএ এলো, 

সবাই অনুমান করতে থাকে 
এবার পূর্ণচন্দ্রর অভাবি ডাইরির পাতা গুলি 
বসন্তের পর্ণমুচির মতো ঝরে পড়বে 

আমিও ভাবলাম 
আমারও ভুবনডাঙায় সবজি বাগানে 
সূর্যালোক এসে বাসা বাঁধবে 

চোখের উপরের এককাঠা ভাগ্য 
আয়তক্ষেত্রের ভূমি থেকে হতাশার পাখি চিরতরে উড়ে যাবে 

কিন্তু ভবিষ্যত কিছুই 
পরিবর্তন করতে চায়নি 

সেই হিমশীতল সূত্রে 
আমিও কষ্টের সাথে হাঁটি

কবি বর্ণজিৎ বর্মন 
গোসানিমারি, কোচবিহার, পশ্চিমবঙ্গ







0 Comments