
একটা মরুভূমি,নাম জানি না
সাত্যকি
নির্জন মরুভূমির পথে যাওয়া আসার
নিয়ন্ত্রিত মিছিলে ঘুরেছি
পাওনা থেকে গেছে যাওয়া
এই তেল জবজবে পাতার পথ
এই আধো ঘুমন্ত আবহাওয়া
এই আগাছার বিছানায় শুয়ে
বারবার ফিরে এসেছে সেই পাওনার প্রসঙ্গ
তখনই দেখেছি ধোঁয়ায় ঢাকছে হাত - পা
অর্ধেক থেকে পুরো শরীর
শুধু মরু ক্যাকটাসের মত জেগে আছে চুল
বালিরা জমছে শুকনো ফুলের শরীরে...
0 Comments