জীবন যখন শুকায়ে যায়
সমাজ বসু
কখন্ হাত থেকে সরে যায় প্রিয় মানুষের হাত---
নদীও গতিপথ পাল্টে ফেলে---
আকাশে চোখ রাখি, লুকিয়ে পড়ে রোদ
মেঘসিঁড়ি কোণে।
এভাবেই---
একমুঠো ধুলো ছুঁড়ে দেয় পথ, এমনকি রঙ হারায় মরশুমি ফুলও।
তখন বাতাস এসে কানে কানে শোনায় তোমারই স্বান্ত্বনা---
জীবন যখন শুকায়ে যায়...
কবি সমাজ বসু
মিলন পার্ক, গড়িয়া, কলকাতা
0 Comments