যদি ফিরে আসি ~ দীপক বেরার কবিতা


যদি ফিরে আসি 
দীপক বেরা 

যদি ফিরে আসি আবার
প্রবহমান গঙ্গা-পদ্মা খরস্রোতা হবে
দু'পারের পলি-বিধৌত মাটি উর্বর হবে আবার। 

যদি ফিরে আসি আবার 
রিক্ত-জীর্ণ পাতায় ক্লোরোফিল ঢেলে 
এঁকে দেব ক্যানভাসে সবুজ আদিগন্ত চরাচর।

যদি ফিরে আসি আবার 
নেশাগ্রস্ত নিশাচর রাতের ভয়াবহতায়
শুষে নেব সন্ত্রাসের বিষাক্ত বারুদগন্ধ বাতাস। 

যদি ফিরে আসি আবার 
জলফড়িং প্রজাপতির রঙিন ডানায়
এনে দেব বনবীথিকায় ফাগুনের বসন্তবাহার। 

যদি ফিরে আসি আবার --
কেড়ে নেব মুখোশ, এই দূরত্বের বসবাস 
এনে দেব চোখ, যে চোখে ভেজে কবিতা 
যে চোখে আছে ঘুম, সৌখিন স্বপ্নের আকর! 

  কবি দীপক বেরা
   হরিদেবপুর, টালিগঞ্জ, কলকাতা



















0 Comments