Ꭷ উন্মোচন Ꭷ




       💢 হীরক বন্দ্যোপাধ্যায়🔸মালঞ্চ,দুর্গাপুর🔸 



🔴 জলের আয়নায় রেখেছি ধ্বনিময় বৃষ্টিপাত
হলুদ ঘাঘরা থেকে লেসকাটা ঝালর
চেনা অচেনা অনেক সহজ কামিনী ফুলের গন্ধ
স্তব্ধতা থেকে উঠে আসা মাকড়সার জাল
ধীরে ধীরে সরে যায় লেজবিহীন টিকটিকি
আজ চিনতে পেরেছ কি এমন নিপুণ উপহার
এখন বুঝি নি:স্বতা তোমার ও সম্বল
মনে আছে নিশ্চয় একদিন তুমিই 
স্তব্ধতার কথা বলতে আর আমি কোলাহল
জুই গাছগুলির কেপে ওঠার কথা বলতে
আমি কাঠটগরের চুইয়ে পড়া কান্নার
ঝগড়াঝাটি,মতানৈক্য গুলি কথা শুরু করেছে আবার, এখনো কৃপণতা মহিয়সী?
কেন এত ধ্বংসের দিকে যাওয়া
জেনো,একদিন ঠিক পাতাঝরানোর শেষ হবে
বাথটবে জলপরীরা নাচবে
এই শবরীর অপেক্ষাও শেষ হবে
ঠাকুরভাসান কুয়াশা জন্ম শেষ হবে
রাতের আকাশে উঠবে কোজাগরী চাঁদ
এই পরাভব এই গ্লানি মুছে ফুটে উঠবে
পার্থিব বিজ্ঞাপন...

2 Comments

  1. সতত শুভেচ্ছা।
    এতো ভালো ভাবে সাজানো গোছানো একটি ম‍্যাগাজিন, ভাবা যায় না।জাস্ট ভাবা যায় না।
    অনন্ত ভালোবাসা।

    উত্তরমুছুন
  2. অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই । আপনাদের সবার ভালবাসা আর আশীর্বাদ আমাদের এগিয়ে চলতে আরো অনুপ্রাণিত করবে ।

    উত্তরমুছুন