꩜ বিষণ্ণ প্রজাপতি ꩜




            𒄶 আবির্ভাব ভট্টাচার্য🔸পূর্ব বর্ধমান🔸



এমনও বিকেল হয়-
বারান্দা থেকে বারান্দায় উড়ে যায় প্রজাপতি !
কোথায় পরাগ তার কোথায় মিলন-
জানা নেই
তবু, বিকেল আর সন্ধের সন্ধিক্ষণ
নিরুদ্দিষ্ট বারবেলা,উচ্ছন্নে যাওয়া সংক্রান্তি-
এ'বাড়ি ও'বাড়ি উড়ে যায়
বিষণ্ণ পাতার রঙের-
একটি প্রজাপতি !
সেইসব বাড়ির বারান্দাকে
হয়তো অবেলায় ছুঁয়ে গেছে কর্কট,
সেইসব বাড়িতে প্রতিদিনই কর্কট-সংক্রান্তি ।
অনিচ্ছায় আহার,
দুশ্চিন্তার সঙ্গে ঘর,
একটা দীর্ঘ দিন কেটে গেল-এইটুকু শান্তি !
সেইসব ঘরের বারান্দায় বারান্দায়
অকারণে উড়ে যায়-
কীসের পরাগ আর কীসের মিলন আশায়
পাতার রঙের বিষণ্ন প্রজাপতি !

0 Comments