শম্ভু সরকারের ছড়া



নতুন ভোরের আলোয়

কেমন সময় এলো রে ভাই

বন্দি ঘরে একা

আগের মতো চাঁদের হাটে

আর হবে কি দেখা?


ঘরে বসেই পড়াশোনা

বন্ধ এখন স্কুল

স্বপ্নে জাগে গোল্লাছুট আর

মনে হুলুস্থুল।


জানলা দিয়ে চেয়ে থাকি

ধূধূ খেলার মাঠে

নৌকাগুলি বাঁধা আছে

চূর্ণী নদীর ঘাটে।


ইচ্ছে করে এক ছুটে যাই

বন্ধু তোদের কাছে

পায়ে আমার মহামারীর

শিকল বাঁধা আছে।


এত নিষেধ এত বারণ

মানে না যে মন

বন্ধু ছাড়া বন্ধু বাঁচে

বল না কতক্ষন।


হয়তো এ ঝড় থেমে যাবে

আসবে নতুন ভোর

বন্ধু সেদিন আমার হাতে

হাতটি রাখিস তোর।


ছড়াকার শম্ভু সরকার
হিংনারা, চাকদহ, নদীয়া


























0 Comments