সঞ্জয় চক্রবর্তী'র ছড়া


রাজার মতো চলি 

ক্ষীরাজে উড়ছে ভোলু তোমরা কিছু জানো ?
স্বপ্ন দেশের রামধনুতে দাগ লেগেছে কেন ?

তাই তো ভোলু রাত্রি জেগে পণ করেছে এই ।
চাঁদের থেকে ঝরনা হয়ে নামবে সোজা যেই,

মক্ষিরাণী বলবে ওকে, রাজপুত্তুর এলি! 
শুনেই ভোলু বলবে হেসে, রাজার মতো চলি ।

তোমরা সবাই কেমন মানুষ, আলসে হয়ে বাঁচো !
কাজ করতে চাও না যখন কেনই-বা পড়ে আছ ?

চারটে কথা শুনতে পেয়েই উঠল পাহাড় নেচে,
কোন সে ফুলের প্রজাপতি খাচ্ছে মধু যেচে ?

অবাক চোখে দেখছে ভোলু, এলেম আমি কোথা ?
ফিরব আমার জোছনা-ধোয়া উঠোন আছে যেথা। 

কবি সঞ্জয় চক্রবর্তী
সল্টলেক, কলকাতা, পশ্চিমবঙ্গ



























0 Comments