বিদ্যুৎ মিশ্র'র দুটি ছড়া


ভূতের দেখা

ভুসুন্ডির মাঠ পেরিয়ে
শাল বনের কাছে
তিনটে ভূতে ঠ্যাং ঝুলিয়ে
দিব্যি বসে আছে।

একটু দূরে শেয়াল গুলো
ডাকছে খুব জোরে
মুরগী ছিলো ওরাও তাই
সুর মিলিয়ে ভোরে।

গাইছে বুঝি খেয়াল খুশি
ইচ্ছে মতো সুরে
শুনবি যদি চলনা ভাই
একটু আসি ঘুরে।

লোমশ কালো ভূতের ছানা
কেমন করে নাচে
পেত্নী গুলো নদীর পাড়ে
হয়তো শুয়ে আছে।

দূরের থেকে দেখবো আমি
লাগে ভীষণ ভয়
ভুসুন্ডির মাঠের কাছে
একা যাবার নয়।

বাসবি ভালো

মুখ ফুলিয়ে চোখ পাকিয়ে
শুঁটকে নিয়ে নাক
বললে দিদি ভীষণ পাজি
বন্দী হয়ে থাক।

দেখতে পুজো বারণ তোর
দুষ্টু আহাম্মক
একলা তুই থাক বাড়িতে
বন্ধ করে চোখ।

নতুন জামা আর দেবো না
বুঝবি মজা আজ
লেখা পড়ার ধার ধারে না
নেইতো কোন কাজ।

পুসির ল্যাজে বাজি ফাটানো
দিচ্চি সাজা তাই
ওদের কাছে চাইবি ক্ষমা
বাজে স্বভাব ভাই।

বাসবি ভালো অবলা জীব
খাবার দিবি তাকে
ঘুরতে যাবো সঙ্গে নিয়ে
বলছি আমি মা কে।

ছড়াকার বিদ্যুৎ মিশ্র
কাশিপুর, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ  






















1 Comments