শুভ্রাশ্রী মাইতির কবিতা


ইচ্ছে করে

চ্ছে করে ছুঁয়ে আসি তিন প্রহরের বিল
ফুলের মাথায় সাপের নাচন, জল যেখানে নীল।
ইচ্ছে করে স্বপ্ন মেখে ডুব দিয়ে যাই রোজ
হারিয়ে যাব দূর সীমানায় কেউ পাবে না খোঁজ।
বৃষ্টি ভিজি, বরফ মাখি,পাইন-ফারের দেশ
ঈগলু বানাই,শ্লেজে উঠি,এস্কিমোদের বেশ।
ইচ্ছে করে আকাশটাতে রঙ ভরে দিই নীল
বন্ধ খাঁচা ভেঙে ফেলি অবাধ ডানার চিল।
ইচ্ছে করে শিউলিফুলী রোদ হই কাশ বনে
ঝুপঝাপ ওই শিকার ধরি মাছরাঙারই সনে।

এমন কতই ইচ্ছে যে রোজ,বুকের ভেতর মরে
সিলেবাসের অথৈ জলে রঙিন কুঁড়ি ঝরে।
এসব কথা বলি না তাই,মনের মাঝেই রাখি
শুনলে সবে বলবে জানি,পাগল হতেই বাকি।
গোপন কথা তোমায় বলি,কানটি রেখো খাড়া
বড় হলে যাবই যাব, হৃদয় দিলে সাড়া।

কবি শুভ্রাশ্রী মাইতি
মহিষাদল, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ



0 Comments