মাঝপথেই শেষ হয়ে যাওয়া পথ ~ কাঞ্চন রায়ের কবিতা


মাঝপথেই শেষ হয়ে যাওয়া পথ
কাঞ্চন রায় 

মাঝপথেই শেষ হয়ে যাওয়া পথ
আর একটা পুরোনো মাইলফলক
যেটা ফেলে রাখা আছে ভাঙা দেউলের গায়...
কথা ছিল শেষ হবে একটি কবিতার অন্ত্যমিলে,
কথা ছিল ওরা বাঁক নিয়ে ঘুরে দাঁড়াবে 
প্রতিটি ছন্দপতনের পর ।
কথা ছিল হেরে যাওয়া বিকেল
স্মারক রাখবে মাইল ফলকে,
যখন চাঁদের আলো আঁছড়ে পড়বে 
রাস্তার ঠিক মাঝখানে, নিঃশব্দে —
দূর জাহাজের মাস্তুল লেখা হবে, 
দুটি পথিকের নাম ।

আজ মাঝ পথেই থেমে গেছে পথ !
পাখিদের জড়ো করা খড়কুটো ছিন্নভিন্ন ,
মাস্তুলে দুটি এলোমেলো অক্ষরের আঁচড় !
মেঘেদের বালুচরে একাকী দাঁড়িয়ে চাঁদ,
গল্প শোনায় নির্জন নিশুতি রাত—
"দুটি নির্বাসিত জানলার গরাদে পিঠ মোড়া দিয়ে বাঁধা আছে,
খুন হয়ে যাওয়া বসন্ত, দুটি স্বপ্ন দেখার লাশ"।।

কবি কাঞ্চন রায় 
পশ্চিম ডহরথুবা, হাবরা, উত্তর ২৪ পরগনা 














2 Comments