বোকার মত হাসছি ~ পার্থ সারথি চক্রবর্তী'র কবিতা


বোকার মত হাসছি 
পার্থ সারথি চক্রবর্তী

একে একে ডুবে যাচ্ছে সমুদ্র 
পাহাড় ঢাকছে ঘন কুয়াশায় 
ছোট টিলাগুলো উঁকি মারছিল
                   এই তো সেদিনও,
আজ সেগুলোও চলে যায় দেখি 
      ধীরে ধীরে, চোখের আড়ালে 
হাসছি তবুও আমি, বোকার মত হাসছি
আর ভোঁতা কোদাল দিয়ে মাটি খুঁড়ছি।
একা বনে হাঁটছি শুকনো কাঠ কুড়োব ব'লে 
কেরোসিন আর গরম ভাষণ-
              অনেক জমিয়ে রেখেছি।
তুমি আসবে না আমার সাথে, আসবে তো!
তোমার তুমিতে আমি সেই কবেই-
                   আমার সময় সঁপেছি।
বাতাস আজ অবিশ্বাসী, অমিল প্রয়োজনে
তারও আগে বুনেছি বিষের বীজ-
                  প্রতিটি মনে, গোপনে।
বোকার মত হাসছি আমি, হাসব বলে কি-
চোখের জল ফুরিয়েছে বলেই কোমর বেঁধেছি।

কবি পার্থ সারথি চক্রবর্তী 
কোচবিহার, পশ্চিমবঙ্গ













0 Comments