বস্তব্য ~ দেবাশীষ মুখোপাধ্যায়ের কবিতা


বস্তব্য 
দেবাশীষ মুখোপাধ্যায়

শূন্যতা সশব্দ
কথারা বেঁধে বেঁধে আছে

শূন্যতার মধ্যের যে জমাট কালো গহ্বর
সেখানে তোমার স্মৃতির বাস

শিশির ভেজা পথে আসা-যাওয়া
মাধবীলতার আবেশী দোলায়

খোলা জানালা দিয়ে দূর দিগন্ত
লুটোপুটি খায় মেঝেয়

তোমার ভারী নিতম্বের দোলন
স্তনের বিভাজিকায় রাতের তারা আঁকে

শিহরণে বাস করে চাওয়া পাওয়া
ফণা তুলে দাঁড়িয়ে শরীরেরা তখন

কবি দেবাশীষ মুখোপাধ্যায়
কাঁঠাল বাগান, উত্তরপাড়া, হুগলি 















0 Comments