রবীন্দ্রনাথকে দু’হাত জোড় করে
প্রতীক মিত্র
আমার খারাপ লাগার কালে আরো বেশি করে তুমি থাকো।
আলো না হয় নাই পেলাম, অন্ধকার…তবু মননের আদিগন্ত ঢাকো।
ভেতরের এই ভয় অসময়ের এই ঘুম দিনযাপনের এই সুরঙ্গপথে
সামান্য সঙ্গ দিও প্রতিধ্বনি হয়ে,জাদুকর হয়ে নিমেষে আসতে হবে না উপায় বাৎলাতে;
বাকিদের কথা জানিনা সবাই ঠেকে আগন্তুক আমার অবশেষে
তুমিই সার্থকতার একমাত্র সাঁকো।
থাকো তবু থাকো
আমার খারাপ লাগার কালে আরো বেশি করে থাকো।
0 Comments