হরিণী ~ অজিত কুমার জানার কবিতা


হরিণী 
অজিত কুমার জানা 

চঞ্চল তনু মন,
আঁখিতে অশান্ত ঘূর্ণি।
কাঁপে সবুজ বন 
রক্তে ছুটে হরিণী।।

আকাশের পাড় ভেঙে,
মেঘ ঢুকে নীলিমায়।
কৃষ্ণচূড়া ঠোঁট রাঙে 
ঘুম নেই বিছানায়।।

ভালবাসার ময়দান ছুটে 
কোথা যায় হরিণী।
আঁখিতে  গোলাপ ফুটে 
কেঁদে মরে ফুলদানি।।

কবি অজিত কুমার জানা 
কোটরা, হাওড়া, পশ্চিমব্ঙ্গ



0 Comments