নিমাই জানার কবিতা



বিবর্ণ অথচ প্রিয় চাঁদ মুখ

একটি প্রেম কালবৈশাখীর ধুলো শহরে বাজনা বাজায় 

দেওয়াল ঘড়ির ধুলো জমছে বয়স্ক চোখে
অপারেশন টেবিলে শুধু লেন্সের বিবর্ধন 
এখন শুধু ঋণাত্মক সারিতে বেড়ে যাচ্ছে দৃষ্টিভ্রম
অবারিত দ্বার চৌকাঠ পেরিয়ে দাঁড়িয়ে আছি অব্যবহৃত মুদ্রার মতো
ভেসে যাচ্ছি বন্যার জলে, জড়িয়ে উঠছি গুল্ম রেখায়
উর্বর পলিমাটি পায়ের নিচে
আলগা হচ্ছে ক্রমশ চোখের কনীনিকা
এসব শৈশবের কথা নয়, এ কৈশোরের কথা নয় এ এক জন্মান্তর অথবা মৃত্যুর কথা
আসলে নৌকায় সমুদ্র মোহনায় ধাবিত হই 
ফুলের কুঁড়ির মত
বিবর্ণ ঝিঙে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেউ মোমের মত ক্ষয়ে যাওয়া এক মুখ
ফুল অথবা ডাইরির পাতায় মন্দির হচ্ছে ক্রমশ উইপোকার নিঝুম শহরে বড় একা লাগে
মাথার উপর চাঁদ এসে ফুলের কাঁটা পরায়
আমি শুধু হেঁটে যাই গভীর অরণ্য তটরেখায়

গভীর রাত হলে আমি পর্ণমোচী হয়ে যাই 
তারাদের সাথে 

কবি নিমাই জানা
রুইনান, সবং, পশ্চিম মেদিনীপুর

















0 Comments