চেনা ছকে ঝুঁকে পড়ে বহাল সময়
আত্মছল চোখে ভরে অপরাহ্নে নম্র হয় চলার পথ। বিপদের ছায়া ঘোরে ছায়ার আড়ালে। অকাতর শব্দপুঞ্জে জড়িয়ে পড়ে গাছের শিকড়!সন্দেহ ওড়ে বাতাসে। সন্ধিক্ষণ দুশ্চিন্তা ছড়ালে উঠতে বসতে একান্ত শূন্যতা! বুকের খাঁজে সাজিয়ে রাখি অবহেলার মেঘ বৃষ্টি তারা।পুড়ে যাওয়া সমারোহ !!
বারন আর বিধি অনির্বচনীয় ভুল ভেঙে দেয়।শান্ত জলের ভাঁজে মাছেদের ঘাই বুঝতে মরিয়া হয় ঝুঁকে পড়া মন্থর গোধূলি। আলোছায়ার রহস্য ফুঁড়ে উড়ে যায় চাঁদ! ছায়া নামে! আমি পথ হারিয়ে ফেলি কতবার! অভিমান সম্মান হারালে সমস্ত পৃথিবীর আলো নিভে যায় !!
ধুরন্ধর রাত্রিটির বুকে এখনও জোনাকি ফোটে। কোটরে প্যাঁচার মতো এ বাড়িতে " উনা " মাসি টিকে আছে ঠায়! মিটমিটে চোখে তার ক্লান্তি বহর। চেনা ছকে ঝুঁকে পড়ে বহাল সময়! কুঁড়ে ঘরের পরিচিত গন্ধ ভাসে বাতাসে। আমি শুধু চুপ করে ভাবি। তুমি হারিয়ে গিয়েছো কতোবার !!
0 Comments