কোনো এক সমুদ্র-সময়
অতি মারীর মাথায় রেখে পা
মানুষ হেঁটে গেছে বারবার
নষ্ট হয়নি কোনো শরীরের ভারসাম্য
দুরারোগ্য মন্বন্তর মেরেছে মানুষ
খুনি তবু পরাজিত যুগে যুগে.....
এখন মানুষ জর্জরিত
কোভিদ উনিশ করোনা ভাইরাসে,
তবু নির্ভয় অদৃশ্য সন্ত্রাসে।
বহু সংগ্রাম বহু যুদ্ধ ধ্বংসের পরে
কুড়ি কুড়ি সালের শেষে
কোনো এক সমুদ্র-সময়
মরদেহ টপকে নিশ্চিত হেঁটে যাবে
বিধ্বস্ত সভ্যতা বুকে নিয়ে
পেরিয়ে আঁধার মহা নির্বাণের পথে...
1 Comments
সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য হার্দিক অভিনন্দন প্রিয় কবি দাদা র জন্য
উত্তরমুছুন