না যদি হয় হুঁশ-ই
আমার ছাদে বেড়াল কাঁদে
নামটা তেনার পুশি
সব কথাতেই রাগ দেখাবেন
কিচ্ছুতে নন খুশি
দুধ দিয়ে ভাত খান না তিনি
ফ্যান দিয়ে খান ভুষি
কেউ যদি চড় মারতে উঠে
সেও ছুঁড়ে দেয় ঘুষি
পুশির ভয়ে আমরা সবাই
বুড়ো আঙুল চুষি
বলতে পারো এমন বেড়াল
তবুও কেন পুষি?
বাড়িটাকে দখল করে
একশো হাজার মুষিক
রাতদিনই তো নাচতে থাকে
কাদেরকে আর দুষি!
একদিন তো বললো ডেকেই
ওদের মেয়ে টুসি
'বেশি কথা বললে মুখে
পইরে দেবো ঠুসি'
এখন থেকে ঠিক করেছি
ফল কিনে সব জুসি
খাইয়ে দেবো সবগুলোকে
না যদি হয় হুঁশ-ই॥
0 Comments