দীপ না নিভে যায়
দীপের আলো জ্বালাতে গিয়ে
হও সবে সাবধান
একটু ভুলে জীবনের পাতা
হতে পারে খানখান !
শব্দবাজির হুংকারে ওই
জানালা গুলো কাঁপে
বয়স্কদের কান ঝালাপালা
বিকট শব্দের চাপে !
হও সবে সাবধান
একটু ভুলে জীবনের পাতা
হতে পারে খানখান !
শব্দবাজির হুংকারে ওই
জানালা গুলো কাঁপে
বয়স্কদের কান ঝালাপালা
বিকট শব্দের চাপে !
রকেট বাজি দিক ভ্রষ্ট হয়ে
করে দেয় বড় ক্ষতি
সীমারেখা অতিক্রম করার
না যেন হয় দুর্মতি !
একটুখানি বিবেচনা বোধ
রাখা চাই বুকে ধরে
দীপাবলি হবে তবেই মধুর
ছোট বড় সবার তরে !
করে দেয় বড় ক্ষতি
সীমারেখা অতিক্রম করার
না যেন হয় দুর্মতি !
একটুখানি বিবেচনা বোধ
রাখা চাই বুকে ধরে
দীপাবলি হবে তবেই মধুর
ছোট বড় সবার তরে !
0 Comments